স্পোর্টস ডেস্ক:: শুধু যে সৌদী লিগেই উড়ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো সেটাই দেখালেন। পর্তুগালের ৬-০ গোলের জয়ী ম্যাচে জোড়া গোল করেছেন সিআর সেভেন। ইউরো বাছাইয়ে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা।
এক তরফা ম্যাচে রোনালদোরা রীতিমতো ছেলেখেলা করেছেন লুক্সেমবার্গকে নিয়ে। একে এক ছয় গোল হজম করে একটি গোলও শোধ দিতে পারেনি দলটি। বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই শেষ পযন্ত একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে পর্তুগাল। প্রথমার্ধের চার গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে ৬-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
ম্যাচের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে দেন দলকে। নবম মিনিটে তার গোলেই লিড নেয় দল। মিনিট ছয়েক পরেই ব্যবধান বাড়িয়ে নেন জোয়াও ফেলিক্স। ম্যাচের ১৫তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যাওয়া পর্তুগাল মিনিট তিনেকের মধ্যে ব্যবধান আরো বড় করে।
ম্যাচের ১৮তম মিনিটে বেনাদো সিলভা ব্যবধান করেন ৩-০। বড় ব্যবধানে পিছিয়ে পড়া লুক্সেমবার্গ কোনো সুবিধাই করতে পারছিলো। ৩১তম মিনিটে রোনালদো জোড়া গোল পূর্ণ করলে দলটি প্রথমার্ধেই পিছিয়ে যায় ৪-০ গোলে। এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর দল।
বিরতির পর কিছুটা প্রতিরোধের চেষ্টা করে লুক্সেমবার্গ। তবে কাজে আসেনি। উল্টো ম্যাচের ৭৭তম মিনিটে ওতাভিওর গোলে পর্তুগাল এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। এর মিনিট দশেক পরে লুক্সেমবার্গের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাফায়েল লেয়াও। ৮৮তম মিনিটে তার গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় সিআর সেভেনের দলের।
এসএনপিস্পোটসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০