স্পোর্টস ডেস্কঃঃ ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতেছে আল নাসর। প্রো লিগে ৪-৩ ব্যবধানে আল আহলিকে হারিয়েছে রোনালদোরা।
সিআর সেভেনের জোড়া গোলের দিনে জোড়া গোল করেছেন আরো একজন। আল নাসরে তার সতীর্থ তালিসাকাও দুই গোল করেছেন।
ম্যাচের শুরুতেই রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। ৪র্থ মিনিটেই পর্তুগিজ তারকা গোল করেন। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নাসরকে ১৭তম মিনিটে আরো এগিয়ে দেন তালিসাকা।
পিছিয়ে পড়া আল আহলি এরপরই ব্যবধান কমায়। ম্যাচের ৩০তম মিনিটে কাইসি গোল করে স্কোর লাইন ২-১ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ষষ্ঠ মিনিটে তালিসাকা জোড়া গোল পূর্ণ করেন। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
বিরতির পরপরই মাহরেজ আহলির ব্যবধান কমান। ৫০তম মিনিটে তার গোলেবস্কোর লাইন হয়ে যায় ৩-২। পেনাল্টি থেকে দলের ব্যবধান কমান তিনি। মিনিট দুই পরই আবারো ব্যবধান বাড়ায় আল নাসর। নিজের জোড়া গোলের সঙ্গে দলের হালি পূর্ণ করেন রোনালদো। ৫২ তম মিনিটে নাসর এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। লিড ধরে রেখেই বাকীটা সময় খেলে রোনালদোরা।
তবে শেষ দিকে উত্তেজনা ছড়ায় আহলি। ৮৭তম মিনিটে ফারিস আলবারাকাইন গোল করে ব্যবধান ৪-৩ করে ফেলেন। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
Discussion about this post