স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদী আরবে আজ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ‘মহারণ’। স্প্যানিশ সুপার কাপে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্ধী এ দুই ক্লাব।
রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্টিত হবে ম্যাচটি। পর্তুগিজ ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদীর প্রো লিগের তারকা। আল নাসরের জার্সিতে খেলছেন তিনি। তার মাঠেই এবার বাসা-রিয়ালের ফাইনাল।
স্প্যানিশ সুপার কাপে আগে লা লিগা চ্যাম্পিয়ন এবং কোপা ডেল’রে চ্যাম্পিয়নরা অংশ নিতেন। তবে ২০১৯-২০ মৌসুম থেকে চারটি দল অংশ নিয়ে আসছে। অ্যাটলোটিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদ এবং ওসাসুনাকে হারিয়ে ফাইনালে উঠে বার্সেলোনা।
বার্সা-রিয়ালের ফাইনালের ভেন্যু আল আওয়াল স্টেডিয়ামই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের ঘরের মাঠ। রিয়াল আবার রোনালদোরই সাবেক ক্লাব। সিআর সেভেনের সাবেক ক্লাব তার মাঠেই নামবে শিরোপার লড়াইয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post