স্পোর্টস ডেস্কঃ পোল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্নান্দো সান্তোস। গত মাস পর্যন্ত পর্তুগালের দায়িত্ব পালন করা এই কোচের সাথে পোলিশদের চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
গত মঙ্গলবার পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেজারে কুলেসা খবরটি নিশ্চিত করেছেন।
সিজেসল মিশিনিউইজের স্থলাভিষিক্ত হয়েছেন ৬৮ বছর বয়সী সান্তোস। গত মাসে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ থেকে পোল্যান্ডের বিদায়ের পর চাকরি হারান মিশিনিউইজ। সৌদি আরবকে হারিয়ে, মেক্সিকোর সাথে ড্র করে ও আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কাতারে নক আউট পর্ব নিশ্চিত করেছিল পোল্যান্ড। ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মত তারা শেষ ষোলোতে খেলার সুযোগ পায়। কিন্তু ফ্রান্সের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে নক আউটের প্রথম ম্যাচেই রবার্ত লেভানডফস্কিদের বিদায় নিতে হয়েছে।
সান্তোসের অধীনে ২০১২ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠে গ্রিস। এরপর ২০১৪ সালে রোনালদোদের দায়িত্ব নিয়ে দলটিকে ২০১৬ ইউরো জিতিয়েছিলেন তিনি। ২০১৯ সালে জেতান উয়েফা নেশন্স লিগের শিরোপাও। তবে কাতার বিশ্বকাপে পর্তুগিজদের নিয়ে আর বেশিদূর এগোতে পারেন নি সান্তোস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post