স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করেছে ভারত। আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা জিততে ১০ মাস আগে থেকেই মাঠে নামছে তারা। সম্প্রতি এক সভার আয়োজন করে বিসিসিআই। সেই সভায় উপস্থিত ছিলেন বোর্ড প্রধান রজার বিনি, সচিব জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। বিনি এবং রোহিত সেই সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
বিসিসিআইয়ের সভায় সিদ্ধান্ত হয়েছে, ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টে পাশ করা ছাড়াও ডেক্সা টেস্টের বাধাও টপকাতে হবে। যার মাধ্যমে মানুষের হাড়ের ঘনত্ব মাপা হয়। শরীরে ‘ডুয়েল এনার্জি এক্স-রে প্রবেশ করিয়ে মূলত ঘনত্ব মাপা হয়। যাদের হাড়ের ঘনত্ব কম তাদের চোটে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আর যাদের হাড়ের ঘনত্ব বেশি তাদের চোটে পড়ার সম্ভাবনা কম। ভারতের ক্রিকেটে এবারই প্রথম দেখা যাবে ডেক্সা টেস্ট।
খেলাধুলোর জগতে ডেক্সা টেস্ট নতুন নয়। ক্রীড়াবিশ্বের প্রথমসারির দলগুলো এই পদ্ধতি ব্যবহার করে আসছে। প্রথমসারির ফুটবল ক্লাবগুলো এর প্রয়োগ করে বেশি। মূলত ফিটনেস যাচাইয়ের অন্যান্য মানদণ্ডে একই ক্রীড়াবিদ ভিন্ন ভিন্ন ফল করতে পারেন। তবে ডেক্সা টেস্টে শরীরের গঠনগত দিকগুলো নির্ভুল ও অভিন্নভাবে চিহ্নিত করা যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post