লখনৌর একাদশে জায়গা হয়নি ডি ককের

0
74

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নেমেছে রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস। দুই দলের লড়াই শুরু হয়েছে রাত ৮টায়। জয়পুরে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। যার ফলে আগে ব্যাট করছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস।

এই ম্যাচেও লখনৌর একাদশে জায়গা হয়নি কুইন্টন ডি ককের। দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার আসরের শুরু থেকেই লখনৌর শুরুর একাদশের ভাবনায় ছিলেন। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় দুই ম্যাচ পর দলের সাথে যোগ দেন।

ডি ককের পরিবর্তে ব্যাকআপ ওপেনার হিসেবে উইন্ডিজের কাইল মায়ার্স একাদশে সুযোগ পান। তবে এই ক্যারিবিয়ান তারকা একাদশে সুযোগ পেয়েই দারুণ পারফর্ম করে জায়গাটা পোক্ত করে নেন একাদশে। যার ফলে ডি ককের এখন আর সুযোগ মিলছে না একাদশে। বেঞ্চে বসেই যাচ্ছে দিন। এই ম্যাচেও সুযোগ মেলেনি একাদশে।

রাজস্থান রয়্যালস একাদশ
সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, যশস্বী জয়সুয়াল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।

লখনৌ সুপার জায়ান্টস একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মায়ার্স, দীপক হুদা, মার্কাস স্টোয়নিস, ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরান, আয়ূশ বাদোনি, যুধবির সিং, আভেশ খান, নাভীন উল হক ও রবি বিষ্ণুই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here