নিজস্ব প্রতিবেদকঃ শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকে আক্রমণাত্বক ছিল লঙ্কানরা। দুই ওপেনার আভিষ্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা মিলে ৯.৫ ওভার স্থায়ী ৭১ রানের দারুণ এক জুটি গড়েন।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগ মূহুর্তে সেই জুটিতে ভাঙন ধরান তানজিম হাসান সাকিব। ৩৩ বলে ৩৩ রান করা আভিষ্কাকে ফেরান তিনি। এরপরই এই সাকিবই ২৮ বলে ৩৬ রান করা নিশাঙ্কাকে ও সদ্য উইকেটে আসা সাদিরা সামারাবিক্রমাকে (৩) ফিরিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেন।
বিনা উইকেটে ৭০ রান থেকে ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা। তবে ধীরগতিতে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন দুজন। যদিও সেই জুটি বিপদজ্জনক হওয়ার আগেই ১৮ রান করা আসালঙ্কাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। চতুর্থ উইকেটে দুজনে ৪৪ রানের জুটি গড়েছিলেন।
এই উইকেটের পর শ্রীলঙ্কার রানের চাকা আরও ধীর গতির হয়। তবে সেই অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন কুশল ও উইকেটে আসা জ্যানিথ লিয়ানাগে। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটি এগিয়ে নিয়ে যাচ্ছে এখন দলকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ ৩৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান। ফিফটি পূরণ করেন কুশল ৫৮ ও লিয়ানাগে ৩৭ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post