লম্বা সময় মাঠের বাইরে থাকবেন জেমিসন

0
39

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরেছিলেন কাইল জেমিসন। তবে মাঠে নামার আগেই ছিটকে যান এই পেসার। ৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে ছিলেন তিনি। কিন্তু আবারো পুরনো চোটটা ফিরে এসেছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দল থেকে ছিটকে যান ২৮ বছর বয়সী পেসার।

পিঠের অস্ত্রোপচারের জন্য আরও অন্তত তিন-চার মাস মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, ‘কাইলের জন্য সময়টি খুবই চ্যালেঞ্জিং ও কঠিন, আমাদের জন্য হতাশার। যখন সে দলে থাকে, সব ধরনের ক্রিকেটেই সে দারুণ। আমরা তাকে শুভ কামনা জানাই এবং ইঙ্গিত যা মিলছে, তাতে মনে হচ্ছে তিন-চার মাস পরে আরও ভালোভাবে অবস্থা বুঝতে পারব।’

জেমিসন দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদী স্টেড। তিনি বলেন, ‘অনেক বিশ্বমানের ক্রিকেটারের পিঠের অস্ত্রোপচার হয়েছে এবং তাদের ক্ষেত্রে সময়টা বিভিন্নরকম লেগেছে। আমরা কাইলকে সেরে ওঠার জন্য সম্ভাব্য সেরা সময়টুকু দিতে চাই, কারণ আমরা জানি, আমাদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচার করলে তুলনামূলক দ্রুত মাঠে ফেরা যায়, তার জন্য এটিই এখন প্রেরণার ব্যাপার।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here