লিভারপুলের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে চান রিয়াল কোচ

0
55

স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল শেষ ষোলোর প্রথম লেগে এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫-২ গোলের বড় জয় পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

বুধবার ফিরতি লেগের লড়াইয়ে মাঠে নামবে রিয়াল-লিভারপুল। এই ম্যাচে ইংলিশ দলটিকে হালকাভাবে নিতে নারাজ অভিজ্ঞ কোচ আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তিনি জানান, চাপ বরং বেশি থাকবে তাদের ওপরই। আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি, মনস্তাত্ত্বিক দিক থেকে লিভারপুলের চেয়ে ম্যাচটি আমাদের জন্য আরও জটিল হবে। যাই হোক না কেন, লিভারপুলকে প্রথম মিনিট থেকে সেরা পারফরম্যান্স করতে সব উজাড় করে দিতে হবে।’

এদিকে শেষ আটে যেতে হলে দারুণ কিছু করতে হবে লিভারপুলকে। প্রিমিয়ার লিগে গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়ে বেশ উজ্জীবিত হয়েছিল তারা। তবে লিগে গত শনিবার বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরে যায় ইয়ের্গুন ক্লপের দল।

রিয়ালের মাঠে ঘুরে দাঁড়ানোর কাজটা কত কঠিন, সেই ধারণা আছে ক্লপের। তিনি বলেন, ‘প্রথম লেগে আমরা ভালো করিনি, ভিত্তিও শক্ত নয়। অবশ্য সবাই দেখেছে, তারা পাল্টা আক্রমণে কতটা ভালো। তাদের মাঠে, প্রতিটি পাল্টা আক্রমণই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। কাজেই অনেক বড় এক চ্যালেঞ্জ হবে এটি আমাদের জন্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here