নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে উড়ছে খুলনা টাইগার্স। দলটি টানা তিন ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সিলেটে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ২৮ রানে হারিয়েছে টাইগার্সরা। আর সেই ম্যাচে নিজেদের উইনিং কম্বিনেশন ভেঙে একাদশ সাজিয়েছিল দলটি।
তবে সেই পরিবর্তনে খুব একটা হেরফের হয়নি পারফরম্যান্সে। বরং দুই বিদেশি দাসুন শানাকা ও মোহাম্মদ নওয়াজ একাদশে সু্যোগ পেয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। আসরে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই ব্যাট হাতে ৪০ ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শানাকা। এদিকে নওয়াজ ফিফটি হাঁকিয়েছেন, সঙ্গে বল হাতে নিয়েছেন ২ উইকেট।
নিশ্চিতভাবেই এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স পার্থক্য গড়ে দিয়েছে অনেকটাই। ভালো টাচে থাকা শাই হোপ ও ফাহিম আশরাফকে বাদ দিয়ে শানাকা ও নওয়াজকে একাদশে নেওয়ার কারণ জানিয়েছেন খুলনা টাইগার্স কোচ তালহা জুবায়ের।
ম্যাচ শেষে গণমাধ্যমকে তালহা জুবায়ের বলেন, ‘শাই হোপ অসুস্থ ছিল, খেলতে পারেনি আজকে। ওইখানে আমরা শানাকাকে যোগ করেছি (একাদশে)। নওয়াজকে ওকে নিয়ে ফাহিমকে না নেওয়ার কারণ ছিল, ওদের (রংপুর রাইডার্সের) ছয়টা ডানহাতি ব্যাটার ছিল। আমার আরেকটা বাঁহাতি স্পিনার দরকার ছিল। সেক্ষেত্রে আমি নওয়াজকে দলে নিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post