শেবাগ-গাঙ্গুলীর শুভকামনা পেলেন শচীনপূত্র

0
60

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার মুখোমুখি লড়াইয়ে নেমেছিল সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটিতে ৫ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।

এদিন নিজেদের একাদশে বড় চমক দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। একাদশে সুযোগ হয় অর্জুন টেন্ডুলকারের। যিনি কিনা ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের পুত্র। এই ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হয় অর্জুনের। এর আগে মুম্বাইয়ের নেট বোলার, পরবর্তীতে নিলাম থেকে দলে অন্তর্ভুক্তিসহ ফ্র্যাঞ্চাইজিটির সাথেই ছিলেন গেল দুই বছর। এর আগেও যখন শচীন খেলতেন, তখন দলের সাথেই দেখা যেত প্রায় সময়ই। তবে এই প্রথম ম্যাচ খেলতে নামেন শচীনপুত্র।

এর মধ্য দিয়ে নতুন রেকর্ড হয়। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এই প্রথম পিতা এবং পুত্র খেলার নতুন মাইলফলক ঘটে। এর আগে এমনটা হয়নি। এছাড়া দুজনই একই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন। ছেলের এমন নতুন যাত্রায় মাঠেই ছিলেন শচীন। জুগিয়েছেন সাহস। ম্যাচ শেষে দিয়েছেন আবেগঘন এক বার্তা। এছাড়া অভিনন্দন জানাতে ভুল করেননি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও।

এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক গাঙ্গুলী লিখেছেন, ‘মুম্বাইয়ের হয়ে অর্জুনকে খেলতে দেখে খুব খুশি হলাম। এজন্য নিশ্চয়ই গর্বিত হবে তার চ্যাম্পিয়ন বাবা। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা।’ জাতীয় দলে টেন্ডুলকারের এক সময়ে ওপেনিং পার্টনার বিরেন্দর শেবাগ লিখেছেন, ‘চ্যাম্পিয়ন বাবার মত আকাশ ছোয়া সাফল্য পাও অর্জুন, এমনটাই প্রত্যাশা করি। এখনও অনেক পথ যেতে হবে তোমাকে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here