স্পোর্টস ডেস্ক:: স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার বিকেলেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ার কারণে তাকে নেয়া হয়েছিলো সিসিইউতে।
সেখান থেকে আর ফিরলেন না দেশের ফুটবলের প্রথম অধিনায়ক। আজ দুপুর পৌনে ১২টায় হাসপাতালের সিসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাকারিয়া পিন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৮১ বছর। স্বাধীন বাংলার প্রথম অধিনায়ক মৃত্যুকালে তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামিকাল মঙ্গলবার সকালে লাল সবুজের সাবেক এই অধিনায়কের মরহদেহ প্রিয় ক্লাব মোহামেডানে আনা হবে। সকাল ১০ টায় ক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। প্রবাসে থাকা মেয়েরা এরই মধ্যে দেশের পথে রওয়ানা দিয়েছেন। পরিবারের সদস্যরা এলে মঙ্গলবার দাফন করা হবে সাবেক এই ফুটবলারকে।
জাকারিয়া পিন্টুর একমাত্র ছেলে তানজির সোমবার সাংবাদিকদের জানিয়েছেন তার মেজো বোন শিমু লন্ডন থেকে ঢাকার পথে। মোহামেডানের স্থায়ী সদস্য কামরুন নাহার ডানা সাংবাদিকদের বলেন ‘আজ সেমাবার বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদে নিয়ে গোসল করিয়ে সেখানে প্রথম জানাজা হবে। তারপর তার মরদেহ রাখা হবে হিমঘরে। মঙ্গলবার সকালে সেখান থেকে মোহামেডান ক্লাবে আনা হবে তার মরদেহ। অন্য কোনো জায়গায় তাঁর মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি। অনেকেই তাকে বাফুফে ভবন ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেওয়ার কথা আলোচনা করছিলেন। আলোচনা হচ্ছে জাতীয় প্রেসক্লাবে নেওয়ার বিষয়টিও। কারণ, তিনি প্রেসক্লাবের সদস্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































