দুই ম্যাচের আন্তর্জাতিক সিরিজ শেষ হলো ১-১ সমতায়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়াই করলেও হারে ভাগ্যের কাছে। বল দখলে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তপু-মোরসালিনরা।
ম্যাচের শুরুতেই মালদ্বীপ লিড নিয়ে নেয়। ১-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণ করতে থাকে। তবে ভাগ্য বিধাতা যেনো সহায় হচ্ছিলেন না। দেখা মিলছিলো না গোলের। গ্যালারিতে সমর্থকেরা হয়ে পড়েন হতাশ। আবারো কি প্রথম ম্যাচের পুনরাবৃত্তি হচ্ছে?
তবে বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ শিবিরে স্বস্তি আছে। মুজিবুর রহমান জনি দারুণ এক গোল করে সমতায় ফেরান দলকে। মালদ্বীপের চার ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে। উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। ১-১ সমতায় ম্যাচ নিয়ে বিরতিতে যায় তপুর দল।
বিরতির দুই দল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করতে থাকে। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না কেউ। বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েও মিস করে। পারেনি ম্যাচে লিড নিতে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একাধিক পরিবর্তন আনেন। এবার ভাগ্য গোলে। বদলী নামা পাপনের দুর্দান্ত এক গোলে ম্যাচের অন্তিম মূহুর্তে বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
শেষ মূহুর্তে পিছিয়ে পড়া মালদ্বীপ আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। বাংলাদেশ স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে। সমতায় শেষ করে সিরিজ। এর আগে প্রথম ম্যাচে ইতিহাস গড়ে মালদ্বীপ। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতেই বাংলাদেশকে হারিয়ে ছিলো দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০