স্পোর্টস ডেস্ক:: ফিফা বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ১০ জনের দল নিয়ে লড়াই করেছেন লিওনেল মেসিরা। প্রথমার্ধে পিছিয়ে পড়া আর্জেন্টিনা ম্যাচের শেষ দিকে গোল করে হার এড়িয়েছে। ১-১ গোলের ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে।
ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। যদিও লিওনেল স্কালোনির দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েই গেছে। তবুও কলম্বিয়ার বিপক্ষে মাঠে ছিলেন লিওনেল মেসিও।
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জিততে পারেনি আর্জেন্টাইনরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় মেসিরা। একজন কম নিয়ে খেলেও শেষ পর্যন্ত হার এড়িয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই কলম্বিয়া দারুণ খেলতে থাকে। দলটি সাফল্যও পায় দ্রুত। ম্যাচের ২৪তম মিনিটেই লু্ইস দিয়াজের গোলে লিড নেয় কলম্বিয়া। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া আর্জেন্টিনা প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া।
বিরতির পর মেসির দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৭০তম মিনিটে বড় হোঁচট খায় দলটি। লিওনেল স্কালোনির দল ১০ জনের দলে পরিণত হয়। লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ইনজো ফার্নান্দেজ। তবে দশজনের দলে পরিণত হওয়ার পরই আর্জেন্টিনা ম্যাচে সমতায় ফেরে। ৮১তম মিনিটে আলমাদার গোলে ম্যাচের স্কোর লাইন ১-১ হয়ে যায়। ম্যাচের বাকীটা সময় আর কোনো দল গোল করতে পারেনি। পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে দুই দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































