স্পোর্টস ডেস্ক:: সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। হামতা, শমিত সোম, ফাহামিদুলদের মতো তারকা থাকার পরও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে হেরেছে ২-১ ব্যবদানে।
ভালো খেলেও বাংলাদেশ জিততে পারেনি। দুর্দান্ত খেলে সমর্থকদের মন জয় করলেও কোচের পরিকল্পনায় সফল হতে পারেননি ফুটবলাররা। ফুটবলারদের পজিশন বদল, বদলী খেলোয়াড় মাঠে নামানো নিয়ে কোচ ক্যাবরেরার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি দলের একাদশ গঠন নিয়েও আলোচনা হচ্ছে।
ফুটবল বিশেষজ্ঞ, সাবেক ফুটবলার থেকে শুরু এবার বাফুফের নির্বাহী কমিটির সদস্যরাও ক্যাবরেরার সমালোচনা করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অফিসিয়াল সংবাদ সম্মেলনে নিবাচিত একজন সদস্য কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন। সিন্ডিকেট করে দায়িত্বে থাকার অভিযোগ তুলে সমর্থকেরা আরো আগে থেকেই ক্যাবরেরার পদত্যাগ দাবি করে আসছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচিত সদস্য ও ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন আজ শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচের পদত্যাগের দাবি করেন। দায়িত্ব নেওয়ার দীর্ঘ ৮ মাস পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে তাবিথ আউয়ালের পরিচালনা পর্ষদ। গণমাধ্যমের সামনে নিজেদের কার্যক্রম ও আগামী ৬ মাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০