স্পোর্টস ডেস্ক:: রশিদ খানের আফগানিস্তানকে টি-২০ সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে পাত্তাই পায়নি আফগানরা। আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতেছে ছয় উইকেটের ব্যবধানে, ১২ বল হাতে রেখে।
শারজায় আগে ব্যাট করা আফগানিস্তান মাত্র ১৪৩ রান তুলতে পারে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা খুব একটা সচল করতে পারেনি। নির্ধারিত ওভারে নয় উইকেটে ১৪৩ রানে থামে দলটি। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন রাসুলী। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন সফিকুল্লাহ। ২৩ রানে অপরাজিত থাকেন মুজিব।
বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন তিনটি, সাকিব ও নাসুম দু’টি করে উইকেট লাভ করেন।
১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ সাইফ হাসানের দারুণ ব্যাটিংয়ে ১৮ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। সিরিজ জুড়ে দুর্দান্ত পারফর্ম করা সাইফ হাসান ৩৮ বলে খেলেন ৬৪ রানের দারুণ এক ইনিংস। দুই চার ও সাত ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। ৩৩ রান করেছেন তানজীদ হাসান তামিম। ১০ রানে অপরাজিত থাকেন সোহান।
আফগানিস্তানের হয়ে মুজিব ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































