নিজস্ব প্রতিবেদকঃ প্রথম দুই ওয়ানডে শেষ। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৬ মার্চ দুই দল খেলতে নামবে ৫০ ওভারের ক্রিকেটের সিরিজের শেষ ম্যাচটি। শুধুমাত্র ওয়ানডে ম্যাচ নয়, আছে একটি টি-টোয়েন্টিও।
চট্টগ্রামে দুটি ভিন্ন ফরম্যাটের ম্যাচ খেলতে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল। শনিবার দুপুরের দিকে চট্টলায় পা রাখে দুই দলই। তবে বাংলাদেশ দলের সাথে যাননি সাকিব আল হাসান। শনিবার সকালে ডিপিএলের আসন্ন আসরের জন্য মোহামেডানের সাথে চুক্তি করেন সাকিব। এদিন কিছুক্ষণ পরই চট্টগ্রামের বিমান ধরেন টাইগাররা। কিন্তু সাকিব আসেননি।
সাকিব পরবর্তীতে দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে। সাকিব না আসলেও, ওয়ানডে দলের সাথে টি-টোয়েন্টি দলও উড়াল দিয়েছে চট্টগ্রামে। নুরুল হাসান, রনি তালুকদার, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা, তানভীর আহমেদরা দলের সাথে সাগরিকায় পৌঁছেছেন।
আজ আর বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই। বিশ্রামেই কাটাবেন ক্রিকেটার, কোচিং স্টাফসহ অন্যান্যরা। তবে কাল সকালে অনুশীলন আছে বাংলাদেশ দলের। একইসাথে অনুশীলন করবে ইংল্যান্ড দলও। ইংলিশদের অনুশীলনের সূচি বিকালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post