স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের তারকা সাকিব আল হাসানের শেষ ইচ্ছে পূরণ হচ্ছে না। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়ে ছিলেন তিনি। তার জন্য নিরাপত্তা চেয়ে ছিলেন। তবে সাকিবের নিরাপত্তার দায়বার নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটা তারা আগেই জানিয়েছে। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়ে দিয়েছেন আওয়ামীলীগ সরকারের সংসদ সদস্যের নিরাপত্তা দেবে না সরকার। ফলে তার বাংলাদেশে আসাটাও হচ্ছে না।
কানপুর টেস্টই হয়ে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট ম্যাচ। যে টেস্টে এখনো ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি তিনি। তৃতীয় দিনও কেড়ে নিয়েছে বেরসিক বৃষ্টি। বাংলাদেশের সর্বকালের সেরা তারকা, বিশ্ব ক্রিকেটে বাংলার প্রাণ সাকিব আল হাসানকে বিদেশের মাটিতে খেলতে হচ্ছে ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও সাকিব জানিয়েছেন তিনি ওয়ানডে খেলবেন। তবেটা কতটা সম্ভব হবে প্রশ্ন সাপেক্ষ।
কেন না সাকিব দেশে আসবেন না, হোম সিরিজ খেলবেন না, শুধুই বিদেশের মাটিতে তাকে বিসিবি ওয়ানডে ফরম্যাটে খেলাবে কিনা সেটাও বড় প্রশ্ন। ওয়ানডে ফরম্যাটে খেললেও সেটা আগামি বছরের শুরুর কয়েকটা মাস পর্যন্ত। বাংলাদেশের এই তারকা আগেই জানিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিতে চান ওয়ানডে ফরম্যাট থেকে। টি-২০ লাল সবুজ জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন গত বিশ্বকাপে।
সাদা পোশাকে টেস্ট ফরম্যাটের সম্ভাব্য শেষ ম্যাচ খেলছেন কানপুরে। বাকী থাকা ওয়ানডে ফরম্যাটেও অনিশ্চিত দেশের এই তারকা ক্রিকেটার। ক্রিকেট বোর্ড ও সরকার তাকে দেশের মাটিতে নিরাপত্তা দিতে না পারলে বিদেশের মাঠে ওয়ানডে ফরম্যাটে তিনি খেলবেন কিনা সেটাও বড় প্রশ্ন। সব মিলিয়ে এটা বলাই যাচ্ছে কানপুর টেস্টই বাংলাদেশের জার্সিতে বিশ্ব সেরা একজন অলরাউন্ডারের শেষ ম্যাচ।
খেলোয়াড় সাকিবের নিরাপত্তা দেবে সরকার, তবে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নিরাপত্তা সরকার দেবে না জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বলেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’
কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব অবসরের ঘোষণা দেন। সেদিনই ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির পক্ষে সম্ভব নয়, এটি বিসিবির কাজও নয়। নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকারের হাতে। তার এমন ঘোষণার পর আজ সরকারের মনোভাব জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সাকিবের বেড়ে উঠার কোচ নাজমুল আবেদীন ফাহিম। বিকেএসপির সাবেক এই কোচের হাত ধরেই সাকিবের আজকের সাকিব হয়ে উঠা। বাংলাদেশ ক্রিকেটের সর্বজন শ্রদ্বেয় ফাহিম স্যারও জানিয়ে দিলেন সাকিবের শেষ ইচ্ছে পূরন নাও হতে পারে। তিনি বিসিবিতে আজ বলেন, ‘আমিও চাইব ওর মতো একজন খেলোয়াড় দেশে খেলা শেষ করবে, সংস্কৃতির ব্যাপারও আছে এখানে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনিবার্য কারণবশত এ মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কারণ, ক্রিকেট বোর্ড বলেছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাইছে, ক্রিকেট বোর্ডের পক্ষে সেটা সম্ভব নয়।
সাকিব ইস্যুর পুরো বিষয়টা সরকারের উপর ছেড়ে দিয়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সরকার যদি মনে করে ওকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেটাও যুক্তিসংগত। আবার সরকার যদি বলে, তার মতো একজন খেলোয়াড়কে আমরা সম্মান জানাতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক; সেটাও যুক্তিসংগত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০