স্পোর্টস ডেস্ক:: ভারত সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে আছেন বিদেশে থাকা সাকিব আল হাসানও। তরুণ পেসার নাহিদ রানা আছেন প্রত্যাশা মতো। তাসকিনের সঙ্গে আহমদও আছেন ভারত সফরের দলে।
স্পিন আক্রমণে তাইজুল ইসলামের সঙ্গে আছেন নাঈম আহমদ। তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনীক সুযোগ পেয়েছেন টেস্ট দলে। পাকিস্তানে ‘এ’ দলের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত করেছিলেন জাকের আলী অনীক। এবার সুযোগ পেয়েন ভারত সিরিজের দলে।
আগামি ১৫ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। টেস্ট স্কোয়াডে আছেন চার পেসার, তিন স্পিনার।
বাংলাদেশ টেস্ট দল:: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহদী হাসান মিরাজ, জাকের আলী অনীক, তাসকিন আহমদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০