স্পোর্টস ডেস্কঃ বর্তমান ক্রিকেটারের পাশাপাশি সাকিব আল হাসানের পাশে দাঁড়ালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। গত ৫ আগস্ট ঢাকায় এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামী করা হয় সাকিবকে। এরপর জাতীয় দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠানো হয় বিসিবিতে। সেই নোটিশের জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রা সংস্থা।
এদিকে বুধবার মিরপুরে সাকিব ইস্যুতে রকিবুল বলেন, ‘অবশ্যই আমি ক্রিকেটার হিসেবে সাকিবের পাশে থাকব। এজন্যই থাকব, (তার বিরুদ্ধে) মামলা হতেই পারে। মামলা হওয়া মানেই এটা ম্যাটার করে না যে আমি অপরাধী। ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি নতুন কমিটিকে, তারা বলেছে দরকার হলে আইনগত সহায়তাও দেবে।’
এর আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’ এদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ব্যবধানে পাওয়া জয়ে ভূমিকা ছিল সাকিবেরও। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দেয়ার পথে ৩ উইকেট নেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০