স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে গ্রেফতারের নির্দেশনা দিয়েছেব বিচারক। চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান।
আজ রোববার আদালতের বিচারক এ আদেশ দেন।মামলার বাদী আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান। বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামীদেরকে আদালতে হাজির হতে সমন জারী করেন।
নির্ধারিত তারিখ আজ রোববার আদালতে আসামী যারা হাজির হননি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিজ্ঞ বিচারক। তবে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম।
সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির হননি। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব।
সাকিবের এই প্রতিষ্ঠান ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকা ঋণ নেয়। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করা হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ নোটিশ দিলে অ্যাগ্রো ফার্ম লিমিটেড চলতি বছরের ৪ সেপ্টেম্বর ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয় ব্যাংকে।
অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে চেক প্রত্যাখান হয়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেন। কিন্তুু তাতেও কাজ হয়নি। গত ১৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০