সাকিব চান না তাই ম্যানেজার পদ থেকে বাদ তামিমের ভাই

0
108

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব দীর্ঘদিন থেকে পালন করছেন নাফিস ইকবাল। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও ম্যানেজার হিসেবে টাইগারদের সাথে যাওয়ার কথা ছিল তার। তবে অধিনায়ক সাকিব আল হাসান সাবেক এই ওপেনারকে ম্যানেজার হিসেবে চান না। তাই বিশ্বকাপে ম্যানেজার হিসেবে যাওয়া হচ্ছে না তামিম ইকবালের বড় ভাই নাফিসের। গণমাধ্যমকে বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে।

এদিকে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল। মূলত চোটের কারণেই তিনি বাদ পড়েছেন বিশ্বকাপ দল থেকে। গতকাল সোমবার রাতে জানা যায় ভারত বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলতে চান তামিম। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন এই ওপেনার। তবে তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পরই বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পাপন।

বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা খুব একটা আশোর আলো দেখেনি। যে কারণে রাতেই আবারও বিসিবি সভাপতির গুলশানের বাসভবনে বৈঠকে বসেন অধিনায়ক সাকিব এবং প্রধান কোচ হাথুরুসিংহে। প্রায় ৪০ মিনিট ধরে আলোচনা চলে পাপনের বাসভবনে। জানা গেছে, তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। আর তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব।

হাফফিট কোনো খেলোয়াড়কে দলে না নেয়ার সিদ্ধান্তে অটল টাইগার অধিনায়ক সাকিব ও কোচ চান্ডিকা হাথুরুসিংহে। শেষমেশ তাদের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। তাই চোট থেকে সেরে ওঠার পর কিছুটা অস্বস্তিতে থাকা তামিমকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here