স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মিশন শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। দলটি নিজেদের প্রথম ম্যাচে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। সেই ম্যাচে ৪৩ বলে ৭০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন সিলেটের জাকির হাসান। আসরে দ্বিতীয় ম্যাচে এবার মাঠে নামার অপেক্ষায় সিলেট। আগামী ২৩ জানুয়ারি, মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট।
ঢাকার প্রথম পর্বে দুই দলের এটিই শেষ ম্যাচ। তবে সেই ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের এই তারকা অলরাউন্ডার চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর গিয়েছেন। যার ফলে তাকে দেখা যাবে না খেলতে।
সাকিব আল হাসানের মতো তারকার না খেলা বাড়তি সুবিধা সিলেটের জন্য। দলটির ক্রিকেটার জাকির হাসানও সেটিই মানছেন। তিনি মনে করেন, অনেকটা স্বস্তির বিষয়টা। তবে একইসাথে এটিও মনে করেন, সবকিছুর পরে তাদেরকেই ভালো খেলতে হবে। এটি না হলে জয় নিয়ে আসা সম্ভব না।
এই প্রসঙ্গে জাকির হাসান বলেন, ‘সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকলে আমাদের জন্য তো স্বস্তিরই। কিন্তু এখনও আমাদের ভালো খেলতে হবে। যে দলই হোক যে খেলোয়াড়ই হোক তার বিরুদ্ধে ভালো খেলতে হবে, যদি জিততে হয় ম্যাচ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post