নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (৩১ মার্চ) পর্দা উঠছে আইপিএলের ১৬তম আসরের। এ বারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল তিন ক্রিকেটারের। সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজুর রহমান।
সাকিব-লিটনের কলকাতা এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১ এপ্রিল। আর ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। যার ফলে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটনের খেলার সম্ভাবনা ছিল না শুরু থেকে। এমনটা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে সাকিবদের আইপিএলে যাওয়ার অনুমতি প্রসঙ্গে আবারো মুখ খুললেন বিসিবি সভাপতি। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছে, বিসিবি আগের সিদ্ধান্তেই আছে এখন পর্যন্ত। অর্থাৎ টেস্ট সিরিজ শেষ করে আইপিএলে যেতে পারবেন সাকিব-লিটন। এরপর মে মাসে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। তাই তাদেরকে আবারও ফিরতে হবে।
আইপিএলের শুরু থেকে সাকিব ভারতে না গেলে গুঞ্জন আছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন না। তবে বিসিবি সভাপতি পাপন জানিয়েছেন সাকিবের না খেলার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি। ঠিক আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০































Discussion about this post