স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে সোমবার এই ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউস সেটি হতে পারেননি।
এদিকে টাইমড আউট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট বিশ্বে। এবার এই বিষয়ে ঘি ঢেলে দিলেন মাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। তার দাবি, শ্রীলঙ্কায় যদি সাকিব কখনো খেলতে যান, তাহলে বাংলাদেশের অধিনায়ককে পাথর ছুঁড়ে মারবে সমর্থকরা!
ডেকান ক্রনিকলসকে ম্যাথিউসের ভাই ত্রেভিন ম্যাথিউস বলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের ‘খেলোয়াড়সুলভ’ চেতনাই নেই এবং ‘ভদ্রলোকের’ খেলায় তিনি কোনো ধরনের মানবতাও দেখাননি।’
এক সময় ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলা ত্রেভিন এরপর বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় সৌজন্য দেখানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ কিংবা এলপিএলে খেলতে আসে, তাকে পাথর মারা হবে কিংবা সে লঙ্কার ক্রিকেট ভক্তদের দ্বারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবে।’
টাইমড আউট প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যাথিউস। এছাড়া এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন সাবেক ক্রিকেটাররা। ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক পাকিস্তান পেসার ওয়াকার ইউনূস বলেছেন, ‘এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী। ক্রিকেটের জন্য ভালো কোন ঘটনা নয়। হেলমেটের জন্য ২-৩ মিনিট দেরি হলে কিছুই হতো না।’ কমেন্ট্রি বক্স থেকে বের হয়ে রাসেল আর্নল্ড বলেন, ‘এটা প্রতিপক্ষ অধিনায়কের ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই।’
রমিজ রাজা বলেন, ‘দেখুন, আইনে এই আউট রয়েছে। তাই সাকিব সেটা আবেদন করেছে। এখানে সাকিবতো অন্যায় কিছু করেনি। তা ছাড়া বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একজন অধিনায়কের সব দিকেই চোখ রাখতে হয়। আমি নিজেই ক্রিকেটে প্রথমবার ‘অবস্ট্রাক্টিং দ্য বল’ আউট হয়েছি। আমার মনে হয়, প্রশ্নটি আপনি ভুল লোকের কাছে করেছেন।’ আরেক ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকারও তেমনই বললেন। কমেন্ট্রি বক্সের দরজা ঠেলে বেরিয়েই বলতে থাকেন– ‘ক্রিকেটে আরও একটি নতুন ইতিহাসের সাক্ষী হলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post