স্পোর্টস ডেস্ক:: প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোদের আল নাসরের মৌসুমের শুরুটা সুখকর হলো না। সেনেগালের তারকা সাদিও মানের গোলে লিড নিয়েও জিততে পারলো না আল নাসর। আল ইত্তিফাক তাদেরকে হারিয়ে দিয়েছে মৌসুমের প্রথম ম্যাচেই।
আল নাসরের শুরুর একাদশে অবশ্য ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বড় তারকাকে ছাড়া খেলতে নামা দলটি মাঠ ছাড়লো হার নিয়েই। আল ইত্তিফাক ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসরকে।
অথচ ম্যাচের শুরুতেই সাদিও মানের গোলে লিড নেয় নাসর। চতুর্থ মিনিটেই সেনেগাল তারকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্লাবটি। বিরতির আগ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ইত্তিফাক। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর।
বিরতির পরই ঘুরে দাঁড়ায় ইত্তিফাক। ম্যাচের ৪৭তম মিনিটেই দলকে সমতায় ফেরান রবিন কাইসন। ১-১ সমতায় থাকা ম্যাচে লিড নিতে খুব একটা কষ্ট করতে হয়নি ইত্তিফাককে। মিনিট ছয়েক পরেই সমতায় ফেরে তারা। ম্যাচের ৫৩তম মিনিটে মোসা দিম্বিলির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
পিছিয়ে পড়া আল নাসর বাকীটা সময় গোল শোধ দিতে পারেনি। ম্যাচেও ফেরা হয়নি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে। এই হারে নতুন মৌসুমের শুরুটা সুখকর হলো না নাসরের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০