সাফে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল

0
104

স্পোর্টস ডেস্ক:: ফাইনাল নয়, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল লক্ষ্যই টিক করেছে সেমিফাইনাল। দীর্ঘ দিন থেকে বাংলাদেশের ফুটবল তলানিতে। সাফ জেতার নামগন্ধও নেই। এবারো সাফের আগে দলের ফুটবলাররা জানালেন, তারা ভালো খেলতে চান, সেমিফাইনাল খেলতে চান।

দেশ ছাড়ার আগেই ফুটবলাররা নিজেদের মানষিক ভাবে তৈরি করছেন সেমিফাইনাল পর্যন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে ছেলেদর ফুটবলে সাফল্যহীনতার সমালোচনাই সবচেয়ে বেশি।

টুর্নামেন্ট জেতা বা সাফ জেতাতো দূরের কথা, অপেশাদারদের নিয়ে গড়া দল সিশেলসের সঙ্গে জিততে পারছে না পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত বাংলাদেশ দল। তার ওপর একের পর এক শিরোপা জেতা, সাফ জেতা নারী ফুটবলারদের নিয়ে যেনো অবহেলার শেষ নেই ফেডারেশনের। নারী ফুটবলাররা অবসর নিচ্ছেন, কোচ পদত্যাগ করছেন। ভাঙনের সুর দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া দলটিতে।

এ মাসেই ভারতের শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাফ ক্যাম্প শুরুর আগে দলের সদস্য তপু বর্মন জানালেন নিজেদের লক্ষ্যের কথা। তারা যে খেলতে চান সেমিফাইনাল পর্যন্ত। তিনি বলেন ‘সাফ যে মাসে শুরু হয়, আমাদের প্রস্তুতিটা কিন্তু সে মাসে শুরু হয় না। আমরা তার আগে থেকেই কিন্তু প্রস্তুতিটা শুরু করে দেই। এ সাফটা আমাদের জন্য বড় একটা সুযোগ। কারণ, আমরা আমাদের গ্রুপটাকে ভালোভাবে জানি। যদি আমি খেলোয়াড় হিসেবে বলি, খেলোয়াড়রা খুবই মোটিভেটেড। সাফে লড়াই করার জন্য সবাই প্রস্তুত। আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা। ’

সাফের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, ভুটান ও মালদ্বীপ। প্রতিপক্ষরা বেশ চেনাজানা। গ্রুপের প্রতিপক্ষদের নিয়েও সন্তুুষ্ট এই ফুটবলার। তিনি বলেন, ‘গ্রুপটা দেখেন মালদ্বীপ, ভুটান আর লেবানন। লেবানন সম্পর্কে একটু কম ধারণা আছে। তারপরে কিন্তু আপনার মালদ্বীপ আর ভুটান। এই দুইটা দল সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। আমার কাছে মনে হয় আমাদের খুব ভালো ধারণা আছে। আমরা সে ভাবেই এগোবো। ’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here