সাব্বিরের সেঞ্চুরিতে সিটিকে উড়িয়ে রূপগঞ্জের জয়

0
113
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিটি ক্লাবকে। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন সাব্বির রহমান।

মিরপুরের শের-ই বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করলেও, ২৪৮ রানে অলআউট হয় সিটি। ৪৫ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার তৌফিক খান তুষার ও জয়রাজ শেখ। তবে এরপর দলীয় ৫৭ রানের মধ্যে ফিরেছেন যান দুজনই। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন আব্দুল্লাহ আল মামুন ও সাইফুল ইসলাম।

এরপর দলীয় ১৩৮ রানের মধ্যে আরও দুই উইকেট হারালে ৪২ রানের একটি জুটি গড়েন আসিফ আহমেদ ও রাফসান আল মাহমুদ। পরবর্তীতে দলীয় ১৮৬ রানের মধ্যে এই দুটি উইকেট হারায় সিটি ক্লাব। ৬ উইকেট হারানো দলটির হয়ে ৫২ রানের জুটি গড়েন মান রক্ষার পুঁজি আনতে সহায়তা করেন অধিনায়ক রবিউল হক ও রায়ান রহমান। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে উইকেট হারিয়ে আড়াইশর আগেই গুঁটিয়ে যায় সিটি ক্লাব।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নাঈম ইসলাম জুনিয়র ৩টি ও আল আমিন হোসেইন ২টি উইকেট শিকার করেন।

২৪৯ রানের জবাবে খেলতে নেমে দলীয় ১৭ রানের মাথায় ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেট হারায় রূপগঞ্জ। এরপর ৫৬ রানের এক জুটি গড়েন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও টপ অর্ডারে নামা সাব্বির রহমান। ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ৩৯ রানে পারভেজ আউট হলে, ভাঙে সেই জুটি।

এরপরই তৃতীয় উইকেটে ১৫৭ রানের দুর্দান্ত জুটি গড়েন সাব্বির রহমান ও অধিনায়ক ইরফান শুক্কুর। এই জুটিই দলের জয়ের ভিত গড়ে দেয়। দারুণ খেলতে থাকা শুক্কুর ফিরলে ভাঙে সেই জুটি। তবে এর আগে ফিফটি পূরণ করে ৭৪ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে যান তিনি। তবে শুক্কুর আউট হলেও, দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সাব্বির।

সাব্বিরের ১১০ রানের দৃষ্টিনন্দন ইনিংসে ভর করেই ৫২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় রূপগঞ্জ। ১০৭ বলের ইনিংসে ১৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন এক সময়ের জাতীয় দলের তারকা। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ১৩ বলে ৩ বাউন্ডারির মারে ১৫ রান করে অপরাজিত থাকেন চিরাগ সুরি।

সিটি ক্লাবের হয়ে ১টি করে উইকেট লাভ করেন আসিফ আহমেদ ও আসিফ হাসান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here