স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের জোড়া গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। লিভারপুলকে টপকে আপাতত শীর্ষে অবস্থান করছিল তারা। তবে শীর্ষস্থান দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করল অলরেডরা।
শনিবার রাতে বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। ইয়ের্গুন ক্লপের দলকে দিয়োগো জটা এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন ডারা ও’শেই। বিরতির পর লুইস দিয়াস স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দারউইন নুনেস। তাতে সিটিকে টপকে শীর্ষস্থান নিশ্চিত করল অ্যানফিল্ডের দলটি।
অ্যানফিল্ডের রেকর্ড ৫৯, ৮৯৬ দর্শকের সামনে খেলতে নামা লিভারপুল ৩১ মিনিটে গোল পেয়ে যায়। আলেক্সজান্ডার আরনল্ডের নেওয়া কর্নারে বার্নলির গোলকিপারের ভুলে বল পেয়ে যান দিয়োগো জটা। ৬ গজ দূর থেকে নেওয়া হেডে সহজ গোল করেন তিনি। বিরতির আগে ম্যাচের ৪৫ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন ডারা ও’শেই। ব্রাউনহিলের কর্নারে ১২ গজ দূর থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তিনি। ম্যাচে সমতা নিয়ে বিরতিতে যায় বার্নলি।
৫২তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে বদলি নামা হার্ভে এলিয়ট ডান দিক থেকে ক্রস বাড়ান ছয় গজ বক্সে, প্রতিপক্ষের পায়ে লেগে আসা বল হেডে জালে পাঠান দিয়াস। এরপর বাকি কাজটুকু সারেন নুনেস। ম্যাচের ৭৯ মিনিটে ইলিয়টের বাড়ানো বলে হেডে বলে জালে জড়ান তিনি। ২৪ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ক্লপের দলের ৫৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তাদের সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
































Discussion about this post