স্পোর্টস ডেস্ক:: ইতিহাস গড়ে বিগ ব্যাশের নতুন চ্যাম্পিয়ন হলো হোবার্ট হ্যারিকেন্স। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনালে হোবার্ট হ্যারিকেন্স হারিয়েছে সিডনি থান্ডার্সকে। ইতিহাস গড়া ম্যাচটি হোবার্ট জিতেছে সাত উইকেটের বড় ব্যবধানে। বিগ ব্যাশের ইতিহাসে রান বিবেচনায় দ্রুততম জয় পেয়েছে হোবার্ট।
বিগ ব্যাশে এর আগে এতো রান এতো দ্রুত টপকে যায়নি আর কেউ। সিডনি থান্ডার্সের দেওয়া ১৮৩ রান হোবার্ট হ্যারিকেন্স মাত্র ১৪.১ ওভারে টপকে গেছে।
আগে ব্যাট করা ডেভিড ওয়ার্নারের সিডনি থান্ডার জেসন সঙ্গের হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে ১৮২ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা হোবার্ট হ্যারিকেন্স মিচেল ওয়েনের সেঞ্চুরিতে ১৪.১ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে শিরোপা ঘরে তুলে।
টস হেরে ব্যাট করতে নামা সিডনি থান্ডার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জেসনের ব্যাটেই তুলে নেয় ৯৭ রান। ১০.২ ওভার স্থায়ী হয় তাদের উদ্বোধনী জুটি্ পাঁচ চার ও এক ছক্কায় ৩২ বলে ৪৮ রান করা ওয়ার্নারের বিদায়ে ভাঙে তাদের জুটি। ওপেনার জেসন সঙ্গে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন। ৪২ বল খেলে তিনি পাঁচ চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন। ১৪ বলে ২০ রান করেছেন স্যাম বিলিং। একটি করে চার ও ছক্কায় ১৯ বলে ২৬ রান করেছেন ওলিবার ডেবিস। ৯ বলে ১৬ রান করেছেন ক্রিস গ্রিন। সিডনি থেমেছে সাত উইকেটে ১৮২ রানে।
হোবার্টের হয়ে রিলি মেরেডিথ ও নাথান এলিস তিনটি করে উইকেট লাভ করেন।
শিরোপার জন্য ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা হোবার্ট হ্যারিকেন্স মাত্র ১৪.১ ওভারে ম্যাচ জিতে ইতিহাস গড়ে। এতো দ্রুত রান তুলে এর আগে কেউ জিতেনি। সেঞ্চুরি করে দলকে শিরোপা জিতিয়েছেন মিচেল ওয়েন। ৪২ বলে ১০৮ রান করেছেন তিনি। ছয় চার ও এগারো ছক্কায় সাজান সেঞ্চুরির ইনিংসটি। ১৮ রানে বেন ম্যাকডারমট ও ম্যাথু ওয়েড ৩২ রানে অপরাজিত থাকেন।
সিডনির হয়ে তানভীল সঙ্গে দু’টি উইকেট লাভ করেছেন।
ফাইনাল সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান মিচেল ওয়েন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০