স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসজিডি) বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে সেই ম্যাচ। ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান।
দ্বিতীয় টেস্ট থেকে একাদশে দুটি পরিবর্তন এনেছে দলটি। বাদ পড়েছেন টানা বাজে পারফর্ম করে যাওয়া ইমাম উল হক। এছাড়া একাদশে নেই তারকা পেসার শাহীন আফ্রিদির নামও।
ইমামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাইম আইয়ূব। এই ২১ বছরের ওপেনারের টেস্ট অভিষেক হতে যাচ্ছে বুধবার। এদিকে আফ্রিদির পরিবর্তে সু্যোগ পেয়েছেন স্পিনার সাজিদ খান। ৩০ বছর বয়সী ক্রিকেটার প্রায় দুই বছর খেলতে নামছেন জাতীয় দলের হয়ে।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে শোচনীয় পরাজয় দেখেছে সিরিজ ইতিমধ্যেই খুইয়েছে পাকিস্তান। এবার দলটির সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। শান মাসুদের দল চায় শেষটা জয় দিয়েই সফর পার করতে।
পাকিস্তান একাদশ
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ূব, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, সাজিদ খান, হাসান আলি, মীর হামজা ও আমির জামাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

































Discussion about this post