সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্রামে রশিদ খান, দুই অভিষেক

0
66

নিজস্ব প্রতিবেদকঃ তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে।

সেই টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে আফগানরা। বিশ্রামে দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। এছাড়া বাদ পড়েছেন মোহাম্মদ সেলিম। তাদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে আব্দুল রহমান ও জিয়া-উর-রহমান। দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে।

ইতিমধ্যেই সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে দলটি। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। বেশ নির্ভারই আছে দলটি। স্বাগতিকদের তাদেরই ঘরের মাঠে তাই নিজেদের সবচেয়ে বড় তারকা রশিদ খানকে ছাড়াই হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় আফগানরা।

আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, নজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আব্দুল রহমান ও জিয়া-উর-রহমান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here