স্পোর্টস ডেস্কঃ গুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে অধিনায়ক থাকছেন স্টিভেন স্মিথই। দেশ থেকে ফিরছেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের পরই দেশে ফিরে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পারিবারিক অসুস্থাই যার মূল কারণ। মূলত প্যাট কামিন্সের মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। সিডনিতে সেই মায়ের পাশেই এখন থাকছেন কামিন্স।
অজিদের এই তারকা পেসার তৃতীয় টেস্ট খেলেননি। সেই ম্যাচে অধিনায়কত্ব করেন স্টিভ স্মিথ। এবার চতুর্থ টেস্টেও খেলা হচ্ছে না কামিন্সের। যার ফলে স্মিথই থাকছেন অজি দলের অধিনায়ক। আহমেদাবাদে আগামী ৯ মার্চ থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
ইতিমধ্যেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। স্বাগতিকরা প্রথম দুই টেস্টে দারুণভাবে জিতলেও, স্মিথের নেতৃত্বে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। যদি অস্ট্রেলিয়া শেষ ম্যাচ জিততে পারে, তাহলে সিরিজ ২-২ সমতায় শেষ হবে। অপরদিকে ন্যুনতম ড্র করলেই সিরিজ নিজেদের করে নিবে রোহিত শর্মার ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post