স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে সিলেট বিভাগীয় দল। সিলেটের কিশোর ক্রিকেটারদের এই দলটিকে পৃষ্ঠপোষকতা করছে নগরের একটি প্রাইভেট হাসপাতাল।
সোমবার বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের হাতে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক তুলে দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে প্রাইভেট হসপিটালটি সিলেটের বয়স ভিত্তিক ক্রিকেটারদের পৃষ্ঠোষকতা করে আসছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়েসিস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: সুলেমান। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইমরান আহমদ ,বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কোচ এ কে এম মাহমুদ ইমন, সিলেট জেলা ক্রীড়া সংস্হার কার্যকরী সদস্য তকরিমুল হাদি কাবি , সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য আলি ওয়াসিকুজ্জামান ওনি, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি ও মিচুয়েল ট্রাস্ট ব্যাংক এর রিজওনাল হেড কামরান আহমদ , সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০000
Discussion about this post