নিজস্ব প্রতিবেদক:: সিলেটের তরুণ ফুটবলার সাদ উদ্দিনকে ছয় মাসের জন্য সব ধরণের ফুটবলে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামি ছয় মাস বাফুফের কোনো ফুটবল কার্যক্রমে অংশ নিতে পারবেন না এই তারকা ফুটবলার। বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন।
ছয় মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে সাদকে। যদিও বিজ্ঞপ্তিতে বাফুফে উল্লেখ করেনি, তিনি জাতীয় দলেও নিষিদ্ধ থাকবেন কিনা। কেননা সামনেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আছে। তবে অতীতে নিষিদ্ধ হওয়া ফুটবলারদের জাতীয় দলের বাইরেও রাখা হতো।
বাফুফের শৃঙ্খলা কমিটির ১৪ মের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংসের এই ফুটবলার আবাহনীর বিপক্ষে খেলায় ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জিকে ধাক্কা মারায় এমন শাস্তিই পেলেন সাদ। ১৪ মে শৃঙ্খলা কমিটির সভা হওয়ার দিন থেকেই তার শাস্তি কার্যকর হবে। যা শেষ হবে ১৩ নভেম্বর।
সাদ উদ্দিন চাইলে অবশ্য আপীল করতে পারবেন। তিনি আপীল করলে আপীল কমিটি শাস্তির মেয়াদ কমাতেও পারে। ১০ জুন বাংলাদেশ জাতীয় দলের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে। এ ম্যাচ কি খেলতে পারবেন সাদ উদ্দিন? তবে তার না খেলার সম্ভাবনাই বেশি।
সাদের পাশাপাশি তার দল বসুন্ধরা কিংসের কিংসের সহকারী কোচ মাহবুব হোসেনকে রক্সিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আবাহনীল বিপক্ষে ওই ম্যাচে তিনিও অশালীন আচরণ করেছিলেন। কিংস অ্যারেনায় সমর্থক ও সাধারণ দর্শকদের শৃঙ্খলাবহির্ভূত কার্যকলাপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির সভায়। একাধিকবার কিংস অ্যারেনায় দর্শকদের দ্বারা শৃঙ্খলাবহির্ভূত ঘটনা ঘটায় পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। তবে আগামী ৬ মাস সেটা পর্যবেক্ষণ করবে বাফুফে। দর্শকেরা আবার শৃঙ্খলাবহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০