নিজস্ব প্রতিবেদক:: বিপিএল মিউজিক ফেস্টে কাল বুধবার সিলেট মাতাবেন তােশিবা, আসিফ-জেমসরা। গান আর সুরের মূর্ছনায় সিলেট জেলা স্টেডিয়াম মেতে উঠবে বিপিএলের উদ্বোধনী আয়োজনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেটের দু’টি বুথে মিউজিক ফেস্টের টিকিট বিক্রি করছে।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে, সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে টিকিট বিক্রি করা হয়েছে। আগামিকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই দু’টি বুথেই মিলবেট টিকিট।
আয়োজকেরা দর্শকের জন্য প্রায় আট হাজার টিকিট কাউন্টারে ছেড়েছেন। সর্বোচ্চ চার হাজার টাকা থেকে সর্বনিম্ন ৫০০ টাকায় দেখা যাবে কনসার্ট। সর্বোচ্চ দামি প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। চার হাজার টাকা দামের এই টিকিট সংগ্রহকারীদের দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই ক্যাটাগরির ৪০০টি টিকিট বাজারে ছাড়া হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দামি টিকিট সিলভার। ১৫০০ টাকা দামের এই টিকিট ক্রয় করা দর্শকদের প্রবেশ করতে হবে তিন নম্বর গেইট দিয়ে। ১৫৫০টি টিকিট ছাড়া হয়েছে কাউন্টারে। সর্বনিম্ন ৫০০ টাকা দামের টিকিট ক্রয়কারীদের প্রবেশ করতে হবে ৪, ৫ ও ৬ নম্বর গেট দিয়ে। এই ক্যাটাগরির ৬ হাজার টিকিট ছাড়া হয়েছে কাউন্টারে।
সাড়ে চারটার মধ্যে দর্শকদের মাঠে প্রবেশ করতে হবে। তোশিবার পারফরম্যান্স দিয়ে শুরু হবে মিউজিক ফেস্ট। ৫টা ১০ পর্যন্ত ৪০ মিনিট মঞ্চ মাতাবেন তিনি। এরপর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এক ঘন্টা পারফরম্যান্স করবেন মুজো ও সঞ্জয়। রাত ৭ টা থেকে ৮ টা পর্যন্ত মঞ্চ মাতাবেন আসিফ আকবর। সবার শেষে রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মঞ্চ মাতাবেন জেমস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০