স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে। ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে টুর্নামেন্টটি। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই। উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড্
বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর দিন খেলবে নিজেদের প্রথম ম্যাচ। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্ধী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ পর্বের বাকী দুই ম্যাচ বাংলাদেশ খেলবে পাকিস্তানে। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়রা সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ভারত সেমিফাইনাল, ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও হবে দুবাইয়ে। আজ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সূচি ঘোষণা করেছে আইসিসি।
আইসিসি জানিয়েছে, ‘সেমিফাইনাল ১ এ ভারত থাকবে, যদি তারা উঠতে পারে’ এবং অনুষ্ঠিত হবে দুবাইয়ে। একইভাবে ‘সেমিফাইনাল ২ এ থাকবে পাকিস্তান, যদি তারা উঠতে পারে’ যেটা পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। আইসিসির চূড়ান্ত সূচিতে ফাইনাল ম্যাচের ভেন্যু লাহোর।
তারিখ ম্যাচ ভেন্যু
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড লাহোর
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান-অস্ট্রেলিয়া লাহোর
১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড করাচি
২ মার্চ নিউজিল্যান্ড-ভারত দুবাই
৪ মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই
৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল লাহোর
৯ মার্চ ফাইনাল লাহোর/দুবাই
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০