নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ঘরের ছেলে খালেদের পেস আগুনে পুড়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সফরকারীদের বল হাতে গুড়িয়ে দিয়েছেন সিলেটের পেসার। একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। প্রথম চার দিনের আন অফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ২৫৬ রানে।
৮ উইকেটে ২২৬ রান নিয়ে বুধবার প্রথম দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড’এ’ দল। আজ বৃহস্পতিবার সকালে হাতে থাকা দুই উইকেট নিয়ে ব্যাট করতে নেমে আরো ১১.২ ওভার ব্যাট করে ২৫৬ রানে অলআউট হয়েছে ব্ল্যাকক্যাপসরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড বাংলাদেশের বোলিং তোপে পড়ে। ব্যাট হাতে কেবল লড়াই করেছেন মিচেল হে। ইনিংস সর্বোচ্চ ৮১ রান এসেছে তার ব্যাট থেকে। ১৩৪ বলের ইনিংসটি সাজিয়েছেন আট চার ও এক ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন ডেন ফক্সক্রফট। নয় বাউন্ডারির মার ছিলো তার ৫৬ বলের ইনিংসে। চারটি চারে ৫১ বলে ২৮ রান করেন কৃষ্টান ক্লার্ক। তাতে নিউজিল্যান্ড ৭৫.২ ওভারে ২৫৬ রানে অলআউট হয়েছে।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খালেদ ছয়টি, এনামুল হক তিনটি উইকেট লাভ করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকরা ৭ ওভারে এক উইকেটে ৩০ রান তুলেছে। ২০ রানে এনামুল হক বিজয় ও ৯ রানে জাকির হাসান অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০