নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আর আদ্র আবহাওয়ায় দারুণ বোলিংও করেন আইরিশ বোলাররা। আঁটসাঁট বোলিংয়ে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে আটকে রেখেছিলেন দুই পেসার মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হুম।
প্রথম ৪ ওভারে মাত্র ৫ রান তুলতে পারেন তামিম ও লিটন। পঞ্চম ওভারে প্রথম বাউন্ডারির দেখা পায় বাংলাদেশ। পাওয়ার-প্লের শেষ বলে দলীয় ৪২ রানে রান আউট হয়ে যান তামিম। ৪টি চারে ৩১ বলে ২৩ রান করেন তিনি। শুরুর দিকে কন্ডিশন ছিল খুবই কঠিন। সংবাদ সম্মেলনে সেই কথাই বললেন ওপেনার লিটন দাস।
তিনি বলেছেন, ‘শুরুর দিকে ব্যাটিং করা খুবই কঠিন ছিল। অনেকদিন পর মনে হয় বাংলাদেশে এমন ক্রিকেট খেললাম যেটা মনে হচ্ছে যে বাইরের দেশে ক্রিকেট খেলছি। তাও আবার এরকম কন্ডিশনে। খুব একটা যে এখন শীত তা না, গরমের ভেতরে এরকম কন্ডিশনে যে বল মুভ করবে। হয়তো একদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে হয়তো তারা সুবিধা পেয়েছে। খুবই চ্যালেঞ্জিং ছিল।’
এদিন লিটনের কণ্ঠে ঝড়লো মুশফিকুর রহিমের ইনিংসের মুগ্ধতাও। লিটন জানিয়েছেন, এমন সেঞ্চুরি তিনি আগে কখনও দেখেননি; ‘সিরিয়াসলি অনেক ভালো লাগার (মুশফিকের সেঞ্চুরি)। সত্যি কথা বলতে আমি যতদিন ধরে খেলছি বাংলাদেশের কোনো খেলোয়াড়ই শেষে গিয়ে একশ করেনি। যখন দল থেকে কেউ এমনভাবে একশ করে তখন দেখতেই ভালো লাগে। সিনিয়র কেউ করলে তো আরও ভালো লাগে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post