নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ থেকে ৪৪ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বুধবার প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলতে পেরেছে কিউইরা। এর মধ্যে ১০৪ রানই এসেছে দলটির সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে।
উইলিয়ামসনের ঝলমলে ইনিংসে মুগ্ধ নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রনকি। শিষ্যকে প্রশংসা ভাসাতে ভোলেননি তিনি। এদিকে ৮ উইকেট হারিয়েও লিড নেওয়ার আশায় সাবেক এই উইকেটকিপার ব্যাটার। রনকির বিশ্বাস, স্বাগতিক বোলারদের হতাশ করে শেষ দিকের ব্যাটাররা কিউইদের লিড এনে দিতে পারবেন। সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানান।
রনকি বলেন, ‘অবশ্যই লিড নেওয়া সম্ভব। আমার তা-ই মনে হয়। কারণ এই তো বিশ্বাস থাকতে হবে যে, ভিন্ন পিচে আপনি কীভাবে ব্যাটিং করতে পারেন, কীভাবে খেলতে পারেন। আমাদের ব্যাটার এখনও যারা আছে, তাদের আন্তর্জাতিক ফিফটি রয়েছে। তাদের সেই বিশ্বাস আছে, মাঠে গিয়ে কাজটা করার। আমার এবং ড্রেসিং রুমের সবারও পরস্পরের প্রতির বিশ্বাস আছে। আমরা অবশ্যই তেমন কিছু (লিড) করতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post