সিলেটে সাকিব-তামিমদের ক্যাম্প হবে ‘ক্লোজডোর’

    0
    78

    স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দল ঈদের পরপরই সিলেটে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবে। এই ক্যাম্প ‘ক্লোজডোর’ করতে চান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া ছুটিতে থাকা হাথুরুসিংহে টিম ম্যাজেম্যান্টের কাছে এমন প্রস্তাব দিয়েছেন।

    ক্রিকেটারদের বাইরের সবকিছু থেকে দূরে রেখে নিবিড় অনুশীলন করতেই কোচের এমন চাওয়া। এমনকি গণমাধ্যম কর্মীদের জন্যই থাকবে কড়াকড়ি। ইংল্যান্ডের উপযোগী আবহাওয়া পাওয়ার আশায় বাংলাদেশ দল আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুুতি সিলেটে করবে।

    আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে ইংল্যান্ডে। সেই সিরিজের অনুশীলন ক্যাম্প করতে আগামি ২৬ এপ্রিল সিলেট যাবে বাংলাদেশ দল। ২৭, ২৮ ও ২৯ এপ্রিল তিন দিন হবে রুদ্ধদ্বার অনুশীলন।

    আইরিশদের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের সঙ্গে অতিরিক্ত আরো বেশ কয়েকজন ক্রিকেটারকে ডেকেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের বিশাল বহর ঈদুল ফিতরের পরপরই পৌঁছাবে সিলেটে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই পাঁচ তারকা হোটেলে থাকবে টিম বাংলাদেশ।

    আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত। আগামি ৯, ১২ ও ১৪ মে হবে সিরিজের ম্যাচগুলো। ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে খেলবে দুই দল। সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে বাংলাদেশ দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। তামিম ইকবালের দল পয়েন্ট হবে তখন ৩০।

    টাইগারদের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে না পারলেও শঙ্কা জাগবে সরাসরি বিশ্বকাপে খেলার। তখন জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলতে হবে তামিম ইকবালের দলকে।

    বাংলাদেশ দল:: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here