সিলেট ছাড়লেন গুডাকেশ, আসছেন পারমেল

0
56

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে খেলা হচ্ছে না গুডাকেশ মোতির। ইনজুরির কারণে খেলা হবে না তৃতীয় ও শেষ ম্যাচেও। তাই সিলেট ছেড়েছেন ক্যারিবিয়ান এই স্পিনার। এক বিবৃতিতে ক্রিকেট উইন্ডিজ জানিয়েছে, মোতি দল ছেড়ে যাচ্ছেন। তাঁর বদলি হিসেবে ভিরাসামি পারমেলকেকে দলে ডাকা হয়েছে।

লোয়ার ব্যাক ইনজুরির কারণে ছিটকে পড়া মোতি সিলেট থেকে দুবাই যাচ্ছেন। সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উইন্ডিজ জাতীয় দল। ইনজুরি আক্রান্ত এই বাঁহাতি সেই সিরিজে না খেললেও দলের সঙ্গে থেকে মেডিক্যাল টিমের নজরে থাকবেন। ক্রিকেট উইন্ডিজ তাদের বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

ক্যারিবিয়ান বোর্ড লিখেছে, ‘মোতি জিম্বাবুয়েতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আমাদের পরিকল্পনার একটি মূল অংশ, তাই আমরা তাকে শারজায় জাতীয় দলের সাথে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং উপলব্ধ সেরা চিকিৎসা পাওয়া যাবে।’

উইন্ডিজ ‘এ’ দল পরিবর্তিত স্কোয়াড-

জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, ভিরাশামি পারমাল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here