সুনামগঞ্জের রবিন বিপিএলে খেলবেন ঢাকা ডমিনের্টসে

0
153

স্পোর্টস ডেস্ক:: ব্রিটিশ বাংলাদেশী নাগরকি রবিন দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটর্স। সুনামগঞ্জের ছাতকের এই তরুণ ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভুত। ইংল্যান্ডে জন্ম, বেড়ে উঠা। খেলছেন ইংলিশদের দেশেই।

ইংল্যান্ড টেস্ট দলের হয়ে ফিল্ডিংয়ে নেমেই আলোচনায় এসেছিলেন। কাউন্টি দল এসেক্সের হয়ে খেলেন রবিন দাস। তার আদি বাড়ী সুনামগঞ্জে। তবে পরিবার নিয়ে ইংল্যান্ডেই থাকেন রবিনরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন রবিন। তবে নিলাম থেকে তাকে কিনেনি কেউ। কয়েক ফ্র্যাঞ্চাইজি যোগাযেগা করলেও শেষ পর্যন্ত ঢাকা ডমিনেটর্স দলে ভিড়িয়েছে তাকে। প্লেয়ার্স ড্রাফটে ছিলেন ‘ডি’ ক্যাটাগরিতে।

বাংলাদেশের জার্সিতেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন এই তরুণ। তবে এখনি খেলতে চান না জাতীয় দলে। আরো কয়েক বছর খেলতে চান ইংল্যান্ডে। এরপরেই জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। এখন পর্যন্ত সাতটি লিস্ট ‘এ’ ও ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।

ঢাকা ডমিনেটর্স রবিন দাসকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ক্রিকেটারকে দলে স্বাগত জানিয়েছে দলটি। লিখেছে, ব্রিটিশ বাংলাদেশী ক্রিকেটার রবিন দাস এখন ডিমেনটর। এসেক্স ব্যাটার রবিন দাসের বাবার বাড়ি সিলেটের সুনামগঞ্জে। ঢাকা ডমিনেটর এই তরুণ প্রতিভাবে দলে স্বাগত জানাচ্ছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here