স্পোর্টস ডেস্কঃ অল্পের জন্য বেঁচে ফিরেও টিকতে পারলেন না জাকির হাসান। দিনের শুরুতে উইকেট দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। রাওয়ালপিন্ডিতে রোববার ম্যাচের তৃতীয় দিনের সকালে বড় বিপদের হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ। অল্পের জন্য স্কয়ার লেগে ক্যাচ আউট হননি জাকির।
মির হামজার করা দিনের তৃতীয় ওভারের প্রথম বলটি ছিল লেগ স্টাম্পের ওপর। ফ্লিক করার চেষ্টায় স্কয়ার লেগে ভাসিয়ে দেন জাকির। বাম দিকে ঝাঁপিয়ে অল্পের জন্য নাগাল পাননি আবরার আহমেদ। মাঠের দুই আম্পায়ারের সংশয় থাকায় রিপ্লে দেখে নট আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।
প্রথম যাত্রায় বেঁচে যাওয়া জাকির উইকেট দিলেন খুররম শেহজাদকে। হামজার মত একই পরিকল্পনায় খুররম করলেন বল। পাতা ফাঁদে পা দিলেন জাকির। ফ্লিক করে স্কয়ার লেগে ক্যাচ দিলেন দিলেন তিনি। আগের বার ক্যাচ নিতে না পারা আবরার এবার আর সুযোগ হাতছাড়া করলেন না। প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
এর আগে পিন্ডি টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনে আগে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে পাকিস্তান। স্বাগতিকদের ২৭৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পর শনিবার দিনের শেষভাগে ২ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি সাদমান ইসলাম ও জাকির হাসান। ২৬৪ রানে পিছিয়ে থেকে রোববারের খেলা শুরু করা টাইগাররা দলীয় ১৫ রানে হারিয়েছে জাকিরকে। মাত্র ১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০