স্পোর্টস ডেস্কঃ দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের। শনিবার আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় আগে ব্যাট করে ১৫৬ রানের বেশি করতে পারে নি আফগানরা। রান তাড়ায় ৬ উইকেট ও ৯২ বল হাতে রেখে জয় পেয়ে যায় বাংলাদেশ।
২০১৯ বিশ্বকাপেও প্রথম ম্যাচ জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ভারত বিশ্বকাপের শুরুটাও জয়ে রাঙাল লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০১৫ বিশ্বকাপের শুরুতেও জয়ের হাসি হেসেছিল তারা। আজকের জয়ে নায়ক মেহেদি হাসান মিরাজ। বল হাতে ৩ শিকারের পর ব্যাট হাতে দারুণ এক ফিফটি হাঁকান তিনি।
বলে-ব্যাটে উজ্জ্বল মিরাজ জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। বিশ্বকাপের প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব তিনি দিয়েছেন অধিনায়ক সাকিব আর টিম ম্যানেজমেন্টকে। ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘অসাধারণ এক মুহূর্ত আমার জন্য। অতীতে প্রচুর পরিশ্রম করেছি আমি। টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হবে কারণ তার আমার ওপর আস্থা রেখেছিল।’
মিরাজ আরও বলেন, ‘বোলিংয়ের সময় আমি কিছুটা দ্বিধায় ছিলাম। অধিনায়ক (সাকিব) আমাকে বলেছে কেবল সঠিক জায়গায় বল করে যেতে। তিনি আমাকে বলেছেন ধারাবাহিক থাকতে এবং নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে। তাই কৃতিত্ব দিতে হবে তাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post