স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় কান দেন না কোহলি

0
38

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে বিরাট কোহলি দেখা পান চার বছর পর সেঞ্চুরি। গতরাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৮ চার ও ১ ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সেঞ্চুরির দেখা পেতে কোহলির ব্যাট থেকে আসে ১২ চার ও ৪ ছক্কা। মাত্র ৬২ বলে সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার শেষমেশ ৬৩ বলে ১০০ রান করেন মাঠ ছাড়েন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ২০০৮ থেকে আইপিএল খেলা কোহলি প্রথম সেঞ্চুরি পান ২০১৬ আসরে। সেবার সেঞ্চুরি করেন ৪টি! ১৬ ম্যাচে সেবার তার ৯৭৩ রান আইপিএলে এক আসরে এখনও রেকর্ড। চলতি আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১৩৫.৮৬ স্ট্রাইক রেটে এই ডানহাতি ব্যাটার করেছেন ৫৩৮ রান। একটি সেঞ্চুরির পাশে হাফ সেঞ্চুরি আছে ৬টি।

হায়দ্রাবাদের বিপক্ষে সেঞ্চুরির আগেও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা শুনতে হয়েছে কোহলিকে। এসব সমালোচনায় তিনি কান দেন না এখন আর। কোহলি বলেন, ‘অতীত পরিসংখ্যান নিয়ে আমি ভাবি না। আমি ইতোমধ্যে নিজেকে অনেক চাপের মধ্যে ফেলেছি। কখনও কখনও ইমপ্যাক্ট ইনিংস খেলার পরও আমি নিজেকে নিজে যথেষ্ট কৃতিত্ব দেই না। তো সত্যি বলতে, বাইরে থেকে কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না। কারণ, এটা কেবল তাদের মতামত।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here