স্পোটস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ৪১৫ রানের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্চাবের স্যাম কারানের এক ফিফটিতেই বৃথা গেলে মুম্বাইয়ের দুই ফিফটি।
আগে ব্যাট করা পাঞ্জাব কিংস ৮ উইকেটে ২১৪ রান তুলে। জবাবে খেলতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিণ ও সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে জিততে পারেনি। তাদের ইনিংস থামে ২১৩ রানে।
টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাস স্যাম কারান ও হারপ্রিত সিংয়ের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১৪ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক স্যাম কারান। ২৯ বলে পাঁচ চার ও চার ছয়ে সাজান নিজের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন হারপ্রিত সিং। ২৯ রান আসে তাইডির ব্যাট থেকে।
মুম্বাইয়ের হয়ে পিযুষ চাওয়া ও ক্যামেরন গ্রিণ ২টি করে উইকেট লাভ করেন্।
২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিণ ও সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরির পরও ৬ উইকেটে ২০১ রান রান তুলতে সমর্থ হয়। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন। ৪৩ বলের ইনিংসে ছয় চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি। সাত চার ও তিন ছক্কায় ২৬ বলে ৫৭ রান করেও দলকে জেতাতে পারেননি সুর্যকুমার যাদব।
পাঞ্জাবের হয়ে অর্শ্বদ্বীপ সিং ৪টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০