স্পোর্টস ডেস্কঃ বেন স্টোকস, সিকান্দার রাজা, টিম সাউদিকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর আজম। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারকে দেওয়া হয় স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি। ২০২২ জুড়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে এই ট্রফি জিতে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। আইসিসি বৃহস্পতিবার বাবরের নাম ঘোষণা করেছে।
২০২২ সালে তিন সংস্করণ মিলিয়ে ৪৪ ম্যাচে ৫৪.১২ গড়ে ২ হাজার ৫৯৮ রান করেন বাবর। ৮টি সেঞ্চুরির সঙ্গে করেন ১৫টি ফিফটি। যেখানে ওয়ানডেতে ৯ ম্যাচে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৮৪.৮৭ গড়ে করেন ৬৭৯ রান। টি-টোয়েন্টিতেও বেশ ভালো ছিল বাবরের পারফরম্যান্স। ২৬ ম্যাচে ৩১.৯৫ গড়ে ৭৩৫ রান করেন তিনি। ৫ ফিফটির পাশাপাশি পান একটি সেঞ্চুরির দেখা। সাদা পোশাকে ৯ টেস্টে ৬৯.৬৪ গড়ে গত বছর বাবরের রান ছিল সর্বোচ্চ ১ হাজার ১৮৪। চারটি সেঞ্চুরির সঙ্গে করেন ৭টি ফিফটি।
গত বছর (২০২১) আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। টানা দুই বছর আইসিসির বর্ষসেরার খেতাব পেলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার। এদিকে আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বেন স্টোকস। ইংলিশ এই অলরাউন্ডার সতীর্থ জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে পেছনে ফেলেছেন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের নাম বৃহস্পতিবার এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে আইসিসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post