নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে ব্যাট করতে নেমে অজিরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে। জবাবে ৩৬ ওভারে মাত্র ৯৫ রান করতেই সব কয়টি উইকেট হারায় নিগার সুলতানা জ্যোতির দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিরপুরের স্পিনিং আর স্লো উইকেটে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। অ্যালিসা হিলি, ফোবে লিচফিল্ড, বেথ মুনি কিংবা তাহলিয়া ম্যাকগ্রাদের কেউই নিজেদের চেনাতে পারেননি মন্থর উইকেটে। অবশ্য পরে ঠিকই ঘুরে দাঁড়ায় অজিরা। অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৬ বলে ৫৮ আর অ্যালানা কিংয়ের চল্লিশ পেরোনো ইনিংসের সঙ্গে অ্যাশলি গার্ডনারের ৩২ রানে ভর করে কন্ডিশন অনুযায়ী ২১৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল সফরকারীরা।
২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ফারজানা হকের উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতাও খুলতে পারেননি দুটি সেঞ্চুরির মালিক ফারজানা। ২১ রানের মাথায় ওয়ান ডাউনে নামা মুরশিদাও আউট হয়ে যান। ২৪ বলে ১০ রান করে গার্ডনারের শিকারে পরিণত হন তিনি। তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি ম্যাচে ফেরায় টাইগ্রেসদের। ৪৯ রানের জুটি গড়েন তারা। ১৭ ওভারেই ৭০ রান তুলে ফেলে ভালোই অবস্থানে চলে এসেছিল বাংলাদেশ। কিন্তু কিংয়ের বলে মোস্তারি বোল্ড হয়ে গেলে এই জুটি ভাঙে। ৩৮ বলে ৩ চারে ১৭ রান করেন তিনি।
৭১ থেকে ৮৩ রানের মধ্যে ৩ রান আউটে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। লিচফিল্ডের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফাহিমা (১)। দুই রান যোগ হতেই মুনির সরাসরি থ্রোয়ে সাজঘরে ফেরেন রিতু মনি (১)। সবশেষে ৮৩ রানের মাথায় দৃষ্টিকটুভাবে রান আউট হন অধিনায়ক নিগার সুলতানা। ব্যক্তিগত ২৭ রানের মাথায় তিনি খুবই আয়েশি ভঙ্গিতে ক্রিজে ফিরছিলেন সাদারল্যান্ডের থ্রো ধরে উইকেট ভাঙতে দেরি করেননি হিলি। অধিনায়কের বিদায়ের পর আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। স্বর্ণা ৬, রাবেয়া ৫, নসুলতানা ২ ও মারুফা রানের খাতাই খুলতে পারেননি। নাহিদা ৩ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে গার্ডনার ৫ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। কিম গার্থ ২ উইকেট শিকার করেন। এছাড়া মেগান শ্চুট ও আলানা কিং ১টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post