স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আবারও আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। সব ঠিক থাকলে সোমবার রাতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় এসে পৌঁছাবেন এই লঙ্কান কোচ। দ্বিতীয় মেয়াদের কেমন করবেন হাথুরু, সেটি বলে দেবে সময়ই।
তবে হাথুরুর কাছে বাংলাদেশের প্রত্যাশা অনেক। চলতি বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বড় সম্ভাবনা রয়েছে টাইগারদের। পাখির চোখ করে রেখেছেন ক্রিকেটার ও বোর্ড। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল ভালো করায়, হাথুরুর অধীনে সেই বিশ্বকাপ জিততে চান বলে জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ দলের এই টিম ডিরেক্টর বলেন, ‘আমরা ওয়ানডে ফরম্যাটে যেহেতু ভালো দল, তাই আসন্ন বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ রয়েছে। আমরা যেটা এখনও করতে পারিনি, সেটাই করতে চাই। আমরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে চাই।
সুজন আরও বলেন, ‘সিরিজ জেতাটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে আগাতে হবে। আপনি যদি বিশ্বকাপে ভালো করতে চান বা জিততে চান তাহলে একটা পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। হাথুরুসিংহে এই বিষয়গুলো খুবই ভালো বোঝে। সে নিশ্চিতভাবে ভালো কিছু করার পরিকল্পনা নিয়েই আসছে। সে আসলে বিস্তরভাবে এগুলো নিয়ে কাজ করতে পারব আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা